মাওলানা আনোয়ার শাহ ইন্তেকাল করেছেন

  • ইসলাম ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মাওলানা আনোয়ার শাহ, ছবি: সংগৃহীত

মাওলানা আনোয়ার শাহ, ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের ঐতিহাসিক শহীদী মসজিদের খতিব মাওলানা আযহার আলী আনোয়ার শাহ ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বুধবার (২৯ জানুয়ারি) বিকেল ৫টার কিছু পর তিনি ধানমণ্ডির শঙ্করে অবস্থিত ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন।

বিজ্ঞাপন

বেশ কিছুদিন যাবত অসুস্থ এই আলেম দ্বীনকে ২৫ জানুয়ারি ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এর আগে তিনি ব্যাংককে চিকিৎসা নেন। ব্যাংককে চিকিৎসা চলাকালে তার খাদ্যনালিতে ক্যান্সার শনাক্ত হয়। সেখানে তাকে কেমো ও রেডিওথেরাপি দেওয়া হয়। বাংলাদেশে আসার পর প্রথমদিকে তার স্বাস্থ্যগত অবস্থার কিছুটা উন্নতি হয়। এর কিছুদিন পর থেকে স্বাস্থ্যের অবস্থা জটিল হতে থাকে। তখন তিনি কয়েকদিন মিরপুরের ডেল্টা হাসপাতালে চিকিৎসা নিয়ে বাসায় ফেরেন।

মাওলানা আনোয়ার শাহ কওমমি মাদরাসার সর্বোচ্চ সংস্থা হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের সদস্য, বেফাকুল মাদারিসিল আরাবিয়া (বেফাক) -এর সহ-সভাপতি এবং কিশোরগঞ্জ জামিয়া ইমদাদিয়ার মহাপরিচালক ছিলেন।

প্রাজ্ঞ আলেম, সুবক্তা, চমৎকার কোরআন তেলাওয়াত ও মুফাসসিরে কোরআন হিসেবে মাওলানা আনোয়ার শাহ দেশব্যাপী পরিচিত ছিলেন।