চলছে বয়ান, অপেক্ষা আখেরি মোনাজাতের

  • ইসলাম ডেস্ক
  • |
  • Font increase
  • Font Decrease

চলছে বয়ান, অপেক্ষা আখেরি মোনাজাতের। ছবি: বার্তা২৪.কম

চলছে বয়ান, অপেক্ষা আখেরি মোনাজাতের। ছবি: বার্তা২৪.কম

বিশ্ব ইজতেমার ময়দান থেকে: বিশ্ব তাবলিগ জামাতের অন্যতম মুরব্বি, দিল্লি নিজামুদ্দিনের দায়িত্বশীল মাওলানা সাদের অনুসারীদের বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিতে প্রচুর মানুষ টঙ্গীতে অবস্থান নিয়েছেন। মোনাজাত উপলক্ষে টঙ্গীর ইজতেমার ময়দান সংলগ্ন রাস্তায় যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে রাত থেকে। এখন মাঠে বয়ান চলছে। উপস্থিত মুসল্লিরা বয়ান শোনার পাশাপাশি আখেরি মোনাজাতের অপেক্ষায় সময় পার করছেন।

বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায় হওয়ার কথা রয়েছে। তাবলিগের সূরা সদস্য সৈয়দ ওয়াসিফুল ইসলাম বিষয়টি বার্তা২৪.কমকে নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার বাদ ফজর নিজামুদ্দি মাওলানা ইকবাল হাফিজ আমবয়ান করেন। আমবয়ান অনুবাদ করেন মুফতি উসামা ইসলাম। আমবয়ান শেষে শুরু হয়েছে হেদায়েতি বয়ান। হেদায়েতি বয়ান করছেন নিজামুদ্দিনের মাওলানা শামিম আহমদ। বাংলায় অনুবাদ করছেন মাওলানা আশরাফ আলী।

একটু পর শুরু হবে আখেরি মোনাজাত। প্রথমবারের মতো আখেরি মোনাজাত পরিচালনা করবেন মাওলানা শামিম আহমদ। মোনাজাতে বাংলাদেশসহ সারা দুনিয়ার মানুষের সুখ, শান্তি ও কল্যাণ কামনা করে দোয়া করা হবে। বিদেশি নিবাসের পূর্বপাশে ইজতেমার মূল মঞ্চ থেকেই আখেরি মোনাজাত পরিচালনা করা হবে।

আখেরি মোনাজাতে অংশ নিতে বিভিন্ন বয়সী মানুষ ইজতেমার ময়দান, ময়দান সংলগ্ন রাস্তায় অবস্থান নিয়েছেন। আখেরি মোনাজাতে অংশ নিতে নারীরাও আসছেন দলে দলে। মুসল্লিদের সুবিধার জন্য রাস্তায় মাইকের ব্যবস্থা করেছে তথ্য অধিদফতর গাজীপুর জেলা প্রশাসন।

এর আগে সোমবার (১৮ ফেব্রুয়ারি) ইজতেমার মাঠে বিভিন্ন পর্বে বয়ান করেন মাওলানা মুরসালিন, মুফতি রিয়াছত আলী, মুফতি শাহজাদ, সৈয়দ ওয়াসিফুল ইসলাম, মাওলানা শওকত, মাওলানা আলতামাস, প্রফেসর লিয়াকত, মাওলানা ফারহান, মাওলানা জাওয়াদ, উমর মেওয়াতি, মাওলানা দেলওয়ার, মাস্টার বশির, মাওলানা শাহাদত ও মাওলানা জায়েদ আহমদ।