আল মদিনা ফাউন্ডেশনের উদ্যোগে কোরআন নাইট

  • ইসলাম ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

কোরআন নাইটে কারী শায়খ আহমাদ বিন ইউসুফ আযহারীকে বিশেষ সম্মাননা জানানো হয়

কোরআন নাইটে কারী শায়খ আহমাদ বিন ইউসুফ আযহারীকে বিশেষ সম্মাননা জানানো হয়

যুক্তরাষ্ট্রের অন্যতম দাতব্য সংস্থা আল মদিনা ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র কোরআন নাইট অনুষ্ঠিত হয়েছে। কেরাত সম্মেলনকে কোরআন নাইট নামে অভিহিত করা হয়েছে।

গত শনিবার (৯ সেপ্টেম্বর) রাতে হলিউডের ৭০৫০ পিনেস বুলেভার্ডে অবস্থিত দারুল উলুম ইনস্টিটিউটে চমৎকার এই আয়োজন সম্পন্ন হয়।

বিজ্ঞাপন

কোরআন নাইটে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক কুরআন তেলাওয়াত সংস্থার (ইক্বরা) প্রেসিডেন্ট ও মাহাদুল ক্বিরাত বাংলাদেশর পরিচালক বিশ্বখ্যাত কারী শায়খ আহমাদ বিন ইউসুফ আযহারী। আন্তর্জাতিক কেরাত সম্মেলনে অংশ নিতে প্রথমবারের মতো তিনি যুক্তরাষ্ট্র সফর করছেন।

আল মদিনা ফাউন্ডেশন ও নর্থ মিয়ামির মসজিদ আত তাওহিদের যৌথ আয়োজনের এই অনুষ্ঠান সঞ্চালনা করেন আল মদিনা ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ক্বারী ফখরুল ইসলাম আলমগীর। সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম মনির। আয়োজনটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা আকবর হোসাইন মোহন এবং সহ-সভাপতি কাজী ইকবাল।

অনুষ্ঠানে সুমধুর কণ্ঠে পবিত্র কোরআন তেলাওয়াত করে উপস্থিত সবাইকে মুগ্ধ করেন কারী শায়েখ আহমাদ বিন ইউসুফ আল আযহারী। পরে তিনি সেখানে নামাজের ইমামতিও করেন।

যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটে আল মদিনা ফাউন্ডেশন আয়োজিত একাধিক কেরাত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন শায়খ আহমাদ বিন ইউসুফ আযহারী।

এই সফরে তিনি কিরাত মাহফিলে অংশ নেওয়ার পাশাপাশি দেশটির বিভিন্ন ইন্সটিটিউটে পবিত্র কোরআনের ওপর বিশেষ দরসও প্রদান করবেন।

মাহফিল শেষে আগামী ২ অক্টোবর তার দেশে ফেরার কথা রয়েছে।

শায়খ কারী আহমাদ বিন ইউসুফ বাংলাদেশে বিশুদ্ধ কোরআন তেলাওয়াত ও কেরাতের রূপকার কারী মুহাম্মাদ ইউসুফ (রহ.)-এর বড় ছেলে।