ক্যাম্পাসে সকল ছাত্র সংগঠনের সহাবস্থান নিশ্চিত করতে হবে: ইউসুফ আশরাফ
দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসে সকল ছাত্র সংগঠনের সহাবস্থান নিশ্চিত করতে কর্তৃপক্ষকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাস বন্ধে ইসলামি ছাত্র সংগঠনগুলো গুরুত্বর্পূণ ভূমিকা পালন করবে।
শুক্রবার (২৮ জানুয়ারি) বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস ঢাকা মহানগরীর উদ্যোগে আয়োজিত ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ এসব কথা বলেন।
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস, ঢাকা মহানগরীর প্রচার সম্পাদক মুহাম্মদ নাজমুল হাসানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা ইউসুফ আশরাফ আরও বলেন, ইসলামী ছাত্র মজলিস হলো নেতৃত্ব তৈরির কারখানা। তাই ইসলামী ছাত্র মজলিসের প্রত্যেক কর্মীকে প্রশিক্ষিত ও সুদক্ষ করে গড়ে তুলতে হবে।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা আবদুল আজীজ বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক, যুগ্ম-মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, যুগ্ম-মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, যুগ্ম-মহাসচিব মাওলানা কুরবান আলী ক্বাসেমীসহ গ্রেফতারকৃত আলেম-উলামা ও ইসলামি নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তির দাবি জানান।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ তারিক বিন হাবীব। তিনি বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিম ৩২ বছর ধরে দেশ, জাতি ও উম্মাহর স্বার্থে কাজ করে যাচ্ছে। বাবরী মসজিদ অভিমুখী ঐতিহাসিক লংমার্চ, নাস্তিক-মুরতাদ বিরোধী আন্দোলন, ফতোয়া বিরোধী রায়ের বিরুদ্ধে আন্দোলন, টিপাইমুখ বাঁধ অভিমুখি লংমার্চ, পাঠ্যপুস্তক থেকে বিতর্কিত লেখকের লেখা অপসারণসহ নানা আন্দোলন-সংগ্রামে ছাত্র মজলিসের ভূমিকা ছিল অনস্বীকার্য। দীর্ঘ এ কণ্টকাকীর্ণ পথচলায় লোভ-লালসা, ভয়-ভীতি সবকিছু পায়ে মাড়িয়ে ছাত্র মজলিস তার মনজিলে মকসুদের দিকে এগিয়ে যাচ্ছে।
রাজধানীর পুরানা পল্টনস্থ দারুল খিলাফাহ মিলনায়তনে শাখা সভাপতি মুহাম্মদ দেলওয়ার আল হুসাইনের সভাপতিত্বে ও সেক্রেটারি মুহা্ম্মদ সাকিব সাইফির পরিচালনায় সম্মেলনে আরও বক্তব্য রাখেন- বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব মুফতি শরাফত হোসাইন, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি মাওলানা আজিজুর রহমান হেলাল, প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি মুফতি নূর মুহাম্মদ আজিজী, প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি মাওলানা হারুনুর রশীদ ভূঁইয়া, প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি মুফতি আব্দুর রহীম সাঈদ, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক সালাহ উদ্দিন সাকি, কেন্দ্রীয় বায়তুল মাল সম্পাদক মুহাম্মদ লোকমান হুসাইন ঢাকা মহানগরীর প্রশিক্ষণ সম্পাদক মাহমুদুল হাসান, বায়তুল মাল সম্পাদক মুহাম্মদ সাআদ প্রমুখ।