আরজাবাদ মাদরাসার বার্ষিক প্রতিযোগিতা সম্পন্ন
দেশের অন্যতম দ্বীনি বিদ্যাপীঠ জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদের ছাত্র সংগঠন জমিয়তে তালাবায়ে কওমিয়া (ছাত্র সংসদ)-এর উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী বার্ষিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষ হয়েছে।
বার্ষিক এ প্রতিযোগিতায় ৫৭৮ জন প্রতিযোগী অংশ নিয়ে ১৬৮ জন পুরস্কার লাভ করেছেন। ১৫টি বিষয়ে মোট ৪০ গ্রুপে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকাল থেকে শুরু হয়ে শুক্রবার আসর পর্যন্ত চলে প্রতিযোগিতা পর্ব। বাদ মাগরিব অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্র সংসদ সভাপতি মাওলানা আনোয়ার জামশেদ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাওলানা সাইফুদ্দীন ইউসুফ ফাহিম।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামেয়ার শায়খুল হাদিস ও প্রধান মুফতি আল্লামা তাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জামেয়ার মুহতামিম মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া।
অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, মাওলানা মুহাম্মাদ যাইনুল আবিদীন, মাওলানা শরীফ মুহাম্মদ, মাওলানা মুসা আল হাফিজ, মাওলানা শামসুল আরেফিন সাদি, মাওলানা নোমান মুহিব্বুল্লাহ, মাওলানা মতিউর রহমান গাজীপুরী, মাওলানা শরীফ মোহাম্মদ ইয়াহিয়া, মাওলানা ওমর আলী, মুফতি এনায়েতুল্লাহ, মুফতি নাসির উদ্দিন খান, মাওলানা মাহাদী হাসান আল আমিন, মাওলানা আবুল ফজল কাসেমী, কারী হামিদুল্লাহ, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা আবু বকর মোহাম্মদ আদনান, মাওলানা শাকিল আহমদ ও মাওলানা হুমায়ুন কবির প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের মানোন্নয়নে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
বার্ষিক প্রতিযোগিতার সমাপনী পর্বে এবারই প্রথমবারের মতো আরজাবাদ মাদরাসার প্রাক্তন কয়েকজন কৃতি শিক্ষার্থীকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়। আমন্ত্রিত অতিথিরা এ জন্য মাদরাসার মুহতামিম মাওলানা বাহাউদ্দীন জাকারিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, ২০১৮ সালের ৯ মার্চ আরজাবাদ মাদরাসা মুহতামিম হিসেবে দায়িত্ব লাভ করেন মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া।
এর আগে তিনি প্রতিষ্ঠানটির নায়েবে মুহতামিম হিসেবে দায়িত্ব পালন করেছেন। মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম-মহাসচিব, বেফাকুল মাদারিসিল আরাবয়িার সহ-সভাপতি ও হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়ার সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন। লেখক হিসেবেও তার বেশ সুনাম রয়েছে।