চলতি মৌসুমে উমরা পালনের রেকর্ড

  • ইসলাম ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

পবিত্র কাবা, ছবি: সংগৃহীত

পবিত্র কাবা, ছবি: সংগৃহীত

চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসে রেকর্ড পরিমাণ মুসলমান পবিত্র উমরা পালন করেছেন। ধারণা করা হচ্ছে, গতবারের চেয়ে এবার বেশি সংখ্যক মুসলমান পবিত্র উমরা পালন করেছেন।

সোমবার (৩০ ডিসেম্বর) সৌদি আরবের পরিসংখ্যান বিভাগের সূত্রে দেশটির হজ ও উমরা বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৪ সালের তৃতীয় প্রান্তিকে ৬২ লাখ ৫৪ হাজার ৭৫১ যাত্রী উমরা পালন করছেন। এর আগে কোনো বছরের এই মৌসুমে দেশটিতে এত বেশি উমরা যাত্রীর আগমন ঘটেনি।

বিজ্ঞাপন

সৌদির হজ ও উমরা বিষয়ক মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, ২০২৪ সালের জুলাই-সেপ্টেম্বরে ২০২৩ সালের একই সময়ের তুলনায় ৩৫ শতাংশ বেশি উমরা যাত্রী সৌদিতে গেছেন। তাদের মধ্যে ৫৭ দশমিক ৪ শতাংশ পুরুষ এবং ৪২ দশমিক ৬ শতাংশ নারী ছিলেন। আর ১০ দশমিক ৭ শতাংশ ছিলেন সৌদি সরকারের অতিথি, যাদের উমরার যাবতীয় ব্যয়ভার বহন করেছে সৌদি কর্তৃপক্ষ।

এই মৌসুমের উমরা যাত্রীদের ২৯ দশমিক ২ শতাংই বিশ্বের বিভিন্ন দেশের নাগরিক। তাদের মধ্যে ১৭ লাখ ৭ হাজার ৫১৪ জন পুরুষ এবং ১৬ লাখ ৩৮ হাজার ৭৪৩ জন নারী।

বিজ্ঞাপন

গত বছরের তুলনায় চলতি বছর সৌদির অভ্যন্তরীণ উমরা যাত্রীদের সংখ্যাও বেশি ছিল। হজ ও উমরা মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুসারে, ২০২৩ সালের জুলাই-সেপ্টেম্বরের তুলনায় চলতি বছর একই সময়ে অভ্যন্তরীণ যাত্রীর সংখ্যা বেড়েছে ২৯ লাখ ৬ হাজার ২৩৯ জন।

চলতি বছরেরে এই সময়ে ৩৫ থেকে ৪৪ বছর বয়সী উমরা যাত্রীদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক বিদেশ থেকে আসেন, যা মোট বিদেশি উমরা যাত্রীর ১৭.৬ শতাংশ। একইভাবে ৬৫ বছর বা তার বেশি বয়সী যাত্রী ৯.২ শতাংশে দাঁড়িয়েছে।

আর অভ্যন্তরীণ উমরা যাত্রীদের মধ্যে ৩০ থেকে ৩৯ বছর বয়সী উমরা যাত্রীদের মধ্যে সর্বাধিক ২৯.২ শতাংশ।

প্রতিবেদনে বলা হয়েছে, রাজ্যের মধ্যে থেকে একবার উমরা পালনকারীর সংখ্যা ছিল ২২ লাখ ৯৫ হাজার ৭৪৭ জন। আগস্ট মাসে অভ্যন্তরীণ উমরা যাত্রী ছিল সবচেয়ে বেশি ছিল।

২০২৪ সালের তৃতীয় প্রান্তিকে বিদেশ থেকে উমরা ভিসার জন্য আবেদনের হার ছিল ৬০.৮ শতাংশ এবং অন্যান্য ভিসায় আসা উমরা যাত্রীদের অনুপাত ছিল ২৯.৭ শতাংশ। ই-ভিজিট ভিসা ৬.৬ শতাংশ এবং উপসাগরীয় ভিসা ২.৯ শতাংশ।

২০২৩ সালে সর্বোচ্চসংখ্যক মুসলমান উমরা পালন করেন। সেবার ১৩ কোটি ৫৫ লাখের বেশিসংখ্যক মানুষ উমরা পালন করেন। এর আগে ২০১৯ সালে বিভিন্ন দেশ থেকে সর্বোচ্চসংখ্যক উমরাযাত্রী সৌদি আরবে এসেছিলেন। এর সংখ্যা ছিল ৮৫ লাখ।