হংকংয়ের সঙ্গে প্রত্যর্পণ চুক্তি বাতিলের ঘোষণা যুক্তরাজ্যের

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ব্রিটিশ সরকার হংকংয়ের সঙ্গে প্রত্যর্পণ চুক্তি বাতিল করার ঘোষণা দিয়েছে। সোমবার (২০ জুলাই) সংসদে এমন ঘোষণা দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব। খবর বিবিসি।

অবিলম্বে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়ে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব বলেন, যুক্তরাজ্য চীনের সঙ্গে ইতিবাচক সম্পর্ক চায়। তবে বেইজিংয়ের দ্বারা হংকংয়ে নতুন জাতীয় সুরক্ষা আইন চাপানো দেশের আন্তর্জাতিক দায়বদ্ধতার একটি গুরুতর লঙ্ঘন ছিল।

বিজ্ঞাপন

প্রত্যর্পণ চুক্তির অর্থ হলো- দু'দেশের অপরাধীদেরকে দুটো দেশ পরষ্পরের কাছে হস্তান্তর করা।

চীনের আধা-স্বায়ত্তশাসিত ওই অঞ্চলটিতে অস্ত্র বিক্রির ওপরও নিষেধাজ্ঞা আরোপ করছে ব্রিটিশ সরকার।

সম্প্রতি স্বায়ত্তশাসিত অঞ্চল হংকংয়ে বিতর্কিত জাতীয় নিরাপত্তা আইন চালুর প্রতিবাদে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও কানাডা হংকংয়ের সঙ্গে প্রত্যর্পণ চুক্তি বাতিল করেছে।

এদিকে প্রত্যর্পণ চুক্তি বাতিল করলে তার কড়া জবাব দেওয়ার প্রতিজ্ঞা করেছে চীনও।