ঘূর্ণিঝড় আম্পান: কলকাতা বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ

  ঘূর্ণিঝড় আম্পান
  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঘূর্ণিঝড়ের আম্পানের প্রভাবে ফ্লাইট চলাচল বন্ধ ঘোষণা করেছে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। 

পশ্চিমবঙ্গের বিমানবন্দর পরিচালক জানান, ঘূর্ণিঝড় আম্পানের কারণে বৃহস্পতিবার (২১ মে) ভোর ৫টা পর্যন্ত সব ধরনের ফ্লাইট চলাচল বন্ধ থাকবে। কোভিড-১৯ এর জন্য যে সব বিশেষ ফ্লাইট চালু ছিল সেগুলোও বন্ধ থাকবে।

বিজ্ঞাপন

ভারতের আবহাওয়া অধিদপ্তর জানায়, বুধবার সকালে ঘূর্ণিঝড় আম্পান ঘণ্টায় ৮২ কিলোমিটার বাতাসের গতিবেগে উড়িষ্যার পারাদ্বীপে আঘাত করেছে। বিকেলে ভূমিধ্বসের হওয়ার আশঙ্কা করা হচ্ছে। সেখানে প্রবল ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি শুরু হয়েছে। 

ঘূর্ণিঝড়টি বুধবার সন্ধ্যায় পশ্চিমবঙ্গের উপকূল অতিক্রম করবে। এখানেও ভূমিধ্বসের আশঙ্কা করা হচ্ছে। প্রবাল ঘূর্ণিঝড় আম্পানের ফলে পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশে ভারী বৃষ্টিপাত হচ্ছে।