ইন্টারনেট থেকে নিষিদ্ধ কন্টেন্ট সরিয়ে ফেলতে ফ্রান্সের আইন জারি

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সকল অনলাইন প্ল্যাটফর্ম থেকে পেডোফাইল ও সন্ত্রাস সংক্রান্ত সব কনটেন্ট সরিয়ে ফেলতে সময় বেঁধে দিয়েছে ফ্রান্স। অন্যথায় তাদের বৈশ্বিক রাজস্বের চার শতাংশ জরিমানা দিতে হবে।

বুধবার (১৩ মে) ভোটের মাধ্যমে পাশকৃত এক নতুন ফ্রেঞ্চ আইন অনুযায়ী এই ঘোষণা দেওয়া হয়।

এই আইন অনুযায়ী অন্যান্য ‘প্রকাশ্য অবৈধ’ কনটেন্ট সরিয়ে ফেলতে বিভিন্ন প্রতিষ্ঠান যেমন- ফেসবুক, টুইটার, ইউটিউব, ইন্সটাগ্রাম এবং স্ন্যাপচ্যাট ২৪ ঘণ্টা সময় পাবে। অনলাইনে হেট স্পিচ বা অন্যকে অবমাননাকর বক্তব্য পর্যবেক্ষণে আদালতগুলোয় একজন বিশেষায়িত ডিজিটাল আইনজীবী এবং সরকারি ইউনিট প্রস্তুত করার কথা বলা হয়েছে।