স্পেনে ঘরে বসে শরীর চর্চা আর নয়

  • নুসরাত জাবীন বিভা, নিউজরুম এডিটর, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

স্পেনে ঘরে বসে আর শরীর চর্চা নয়

স্পেনে ঘরে বসে আর শরীর চর্চা নয়

স্পেনে দীর্ঘ সাত সপ্তাহের লকডাউন শিথিল করতে শুরু করেছে সরকার। প্রাপ্তবয়স্করা এখন শরীর চর্চার জন্য বাইরে বের হওয়ার অনুমতি পেয়েছেন।

শনিবার (২ মে) স্পেন জুড়ে জগার, সাইক্লিস্ট এবং সার্ফারদের আবার বেরিয়ে আসতে দেখা গেছে।

বিজ্ঞাপন

বার্সেলোনায় সমুদ্র সৈকতের পাশের রাস্তায় দৌড়াতে এবং সাইকেল চালাতে ভিড় জমিয়েছেন অনেকে। কেউ কেউ আবার সার্ফিং বোট বা প্যাডেল বোট নিয়ে সমুদ্রের ঢেউয়ের সঙ্গে পাল্লা দিতে ঝাঁপিয়ে পড়েছেন।

স্ক্যাটিং ও জগিংয়ে বেরিয়েছেন অনেকে

ইভেন্ট অর্গানাইজারের চাকরি হারানো ৪৫ বছর বয়সী মার ভিসার। জগিং করতে করতে তিনি রয়টার্সকে বলেন, ‘আমি কতদিন হলো এর জন্য অপেক্ষা করছি। বাড়ির মধ্যে দৌড়ানো বা ইয়োগা করা এর কাছে কিছুই না।’

মাদ্রিদের প্রশস্ত ব্যুলেভার্দ মুখরিত হয়ে উঠেছে সাইক্লিস্ট আর স্কেটবোর্ডারদের হৈচৈয়ে। তবে এরকম জায়গায় এখনো একসঙ্গে বেশি মানুষ একত্রিত হতে পুলিশের বাধা রয়েছে।

সমুদ্রে সার্ফিংয়ে বেরিয়েছেন তারা

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ড ও মিটারের তথ্যানুযায়ী কোভিড-১৯ ভাইরাস সংক্রমণে আক্রান্তের দিক থেকে দ্বিতীয় অবস্থানে ইউরোপের দেশ স্পেন। এ জন্য গত মার্চে দেশটিতে লকডাউন জারি করা হয়। ফলে প্রয়োজনীয় দরকার ছাড়া সবাই গৃহবন্দী হয়ে পড়েন। ভাইরাসের বিস্তার রোধে এবং স্বাস্থ্যসেবার উপর চাপ কমাতে সব ধরনের খেলাধুলা এবং শরীরচর্চার জন্য হাঁটাও নিষিদ্ধ করে দেওয়া হয়।

লকডাউন শিথিলের খবর পেয়েই ভোর ৬টায় দৌড়ানোর জন্য বেরিয়ে পড়েন ৪১ বছর বয়সী শার্লট ফ্রেসার প্রাইন। বাইরে শরীর চর্চার স্বাধীনতা পুনরায় ফিরে পাওয়া ব্যক্তিদের মধ্যে তিনিও একজন।

বন্দি জীবন থেকে খোলা আকাশে বের হয়েই নিজেকে স্বাধীন মনে করছেন স্পেনবাসী

শার্লট বলেন, ‘কয়েক সপ্তাহ হলো আমি এর জন্য অপেক্ষা করছিলাম। এক বন্ধুর সঙ্গে ইয়ার্কি করে বলেছিলাম যে মাদ্রিদে প্রথম বের হওয়া ব্যক্তি হব আমি। ছয় সপ্তাহ ধরে ইয়োগা ভিডিও দেখার পর আজ বের হতে পেরে আমি ভীষণ খুশি।’

সাইক্লিং করতে বের হওয়া ৫২ বছর বয়সী সুজানা পিয়েগো বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী আমাদের একটু একটু করে এগোনো উচিত। যাতে আবার সংক্রমণ বেড়ে না যায়।’

সাইক্লিংয়ে বেরিয়েছেন কয়েকজন

ইতালির প্রধানমন্ত্রী পেদ্রো স্যাঞ্চেজ সবাইকে সামাজিক দূরত্ব মেনে চলাচল এবং সতর্কতার সঙ্গে সব কাজ করতে বলেছেন। এক টুইটার বার্তায় তিনি বলেন, ‘আজ আমরা বন্দিদশা শিথিল করার এক নতুন পদক্ষেপ নিলাম। কিন্তু অবশ্যই সবাই দূরত্ব বজায় এবং দায়িত্বশীলতার সঙ্গে কাজ করব। ভাইরাস কিন্তু এখনো আছে।’

সংক্রমণের হার কমে যাওয়ায় এবং হাসপাতালের পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত অর্থনীতি পুনরুদ্ধারে স্যাঞ্চেজ সরকার কয়েক ধাপে সবকিছু চালুর সিদ্ধান্ত নিয়েছে।

খোলা আকাশের নিচে করছেন জিম

এর আগে গত সপ্তাহে ১৪ বছরের কম বয়সীদের দিনে এক ঘণ্টার জন্য বাইরে বের হওয়ার অনুমতি দেওয়া হয়।

গত শুক্রবার (১ মে) বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউওএইচ) জানিয়েছে, অবশ্যই ধীরে ধীরে লকডাউন তুলতে হবে। একইসঙ্গে ভাইরাসের সংক্রমণ হঠাৎ বেড়ে গেলে পুনরায় নিষেধাজ্ঞা বহালের জন্যও প্রস্তুত থাকতে হবে।