করোনার প্রাদুর্ভাব ঠেকাতে ইতালির প্রধানমন্ত্রীর পাঁচ পরিকল্পনা
করোনা ভাইরাসকোভিড-১৯ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থতার সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে ইউরোপের দেশ ইতালিতে। দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ২৪ হাজার ৬৪৮ জন। সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৫১ হাজার ৬০০ জন।
করোনাভাইরাস সংক্রমণ রোধে ইতালি সরকার নানা পদক্ষেপ নিয়েছে। সম্প্রতি দেশটিতে করোনায় আক্রান্ত ও মৃত্যুর হার কমে আসছে। মঙ্গলবার করোনাভাইরাস মহামারি রুখতে ইতালির প্রধানমন্ত্রী জিউসেপ কোঁতে পাঁচ পরিকল্পনা নিয়েছেন।
ইতালির হাউস অব রিপ্রেজেন্টেটিভ সূত্রে জানা যায়, কোঁতে এই পাঁচটি পরিকল্পনা ধরে সবাইকে কাজ করার নির্দেশনা দিয়েছেন।
ইতালির প্রধানমন্ত্রীর নেওয়া পাঁচ পরিকল্পনা-
করোনার ভ্যাকসিন ও ওষুধ আবিষ্কার না হওয়া পর্যন্ত মাস্ক-গ্লাভস ব্যবহার করে সামাজিক দূরত্ব বজায় রেখে চলা।
স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে শক্তিশালী করা এবং সংক্রমণ এড়াতে বাড়িতে থাকা। সেই সঙ্গে সামাজিক অনুষ্ঠানে যোগদানে বিরত থাকা।
করোনাভাইরাস রোগীদের জন্য বিশেষ কোভিড-১৯ হাসপাতাল নির্মাণ করা। যেখানে শুধুমাত্র কোভিড-১৯ এ আক্রান্ত রোগীর চিকিৎসা হবে।
জনগণের মধ্যে ভাইরাসের সংক্রমণ রোধে বড় পরিসরে অ্যান্টিবডি টেস্ট পরিচালনা করা। কোঁতে জানান, ৩ লাখ সার্জিক্যাল টেস্ট করার জন্য অনুরোধ করা হয়েছে।
গত সপ্তাহে ইতালি সরকার পরীক্ষামূলকভাবে ইমুনি নামে করোনাভাইরাস কন্টাক্ট ট্রেসিং শনাক্তে অ্যাপ চালু করেছে। এটি ব্যবহার করে আক্রান্ত ব্যক্তি কাদের কাদের সংস্পর্শে এসেছিলেন সব জানা যাবে- জানান জিউসেপ কোঁতে।