ইতালিতে করোনাভাইরাসে আক্রান্তের হার কমেছে

  করোনা ভাইরাস
  • ইতালি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কোভিড-১৯ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থতার সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে ইউরোপের দেশ ইতালিতে। দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হয়ে ঘরে ফেরার সংখ্যা ৫১ হাজার ৬০০ জন। মৃত্যু ও আক্রান্ত উভয়ই কমেছে দেশটিতে।

মঙ্গলবার (২১ এপ্রিল) নিয়মিত প্রেস ব্রিফিংয়ে নাগরিক সুরক্ষা সংস্থার প্রধান অ্যাঞ্জেলো বোরেল্লি জানান, করোনায় ২৪ ঘণ্টায় ৫৩৪ জনের মৃত্যু হয়েছে। একই দিনে নতুন আক্রান্তের সংখ্যা  ২ হাজার ৭২৯ জন। একই সময়ে সুস্থ হয়ে ঘরে ফিরেছে ২ হাজার ৭২৩ জন। মৃত্যু ও আক্রান্ত উভয়ে কমেছে দেশটিতে।

বিজ্ঞাপন

তিনি জানান,ইতালিতে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ২৪ হাজার ৬৪৮ জন আর আক্রান্ত এক লাখ ৮৩ হাজার ৯৫৭ জন।

ইতালিতে করোনায় আক্রান্তের সংখ্যা কমতে শুরু করেছে। করোনা ঠেকাতে সরকার সব ধরণের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

বিজ্ঞাপন

বোরেল্লি আরও বলেন, করোনা সংক্রমণ রোধে দেশটিতে লকডাউনের সময় ৩ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে এর আগে জরুরি কারণে কিছু কিছু এলাকায় লকডাউন তুলে নেওয়া হতে পারে ।

এদিকে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ইতালির প্রধানমন্ত্রী জিউসেপ কোঁতে আগামী মাসের শুরুর দিকে এ জরুরি অবস্থা তুলে দেওয়া হতে পারে বলে জানিয়েছেন। ৪ মে সম্ভাব্য তারিখ হিসেবে নির্ধারণ করেছেন তিনি।