শিশুদের বন্দিদশা সহজ করার প্রতিশ্রুতি স্পেনের প্রধানমন্ত্রীর

  করোনা ভাইরাস
  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: রয়টার্স

ছবি: রয়টার্স

টানা পাঁচ সপ্তাহের লকডাউনে বন্দি অবস্থায় আছে স্পেনের ৮ মিলিয়ন শিশু। এবিষয়ে স্প্যানিশ শিশু অধিকার জোট বলছে, এমন বন্দি অবস্থা বেশিদিন চলতে থাকলে এটি শিশুদের শারীরিক ও মানুষিক বিকাশের উপর বিরূপ প্রভাব ফেলবে।

সংস্থাটি বলছে, আটকে পরা এসব শিশুদের ঘরের বাইরে বের হওয়া জরুরি। খেলাধুলা করা জরুরি।

বিজ্ঞাপন

এরই প্রেক্ষিতে শিশুদের নির্দিষ্ট কিছু সময়ের জন্য ঘর থেকে বের হওয়ার অনুমতি দিচ্ছে স্পেন সরকার।

প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলছেন, করোনার বিস্তার রোধে লকডাউন প্রক্রিয়া চলবে। তবে ২৭ এপ্রিল থেকে পরিস্থিতি শিথিল করার লক্ষ্যে কাজ করছে স্পেন সরকার। যাতে শিশুরা ঘর থেকে বের হয়ে কিছুটা বিশুদ্ধ নতুন বাতাস পেতে পারে'।

বিজ্ঞাপন

তিনি বলেন, রোববার (১৯) আঞ্চলিক নেতাদের সাথে নিষেধাজ্ঞাগুলি কমিয়ে আনা এবং শিশুদের ঘর থেকে বের হওয়া নিয়ে আলোচনা করা হবে। তবে শিশুদের ক্ষেত্রে শিথিলতার বিষয়টি শুধুমাত্র অনূর্ধ্ব -১২ বছর বয়সীদের জন্য প্রযোজ্য হবে। যদিও তা এখনো নিশ্চিত না।

করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধে পুরো বিশ্বে চলছে লকডাউন। ইতিমধ্যে ভাইরাসে ক্ষতিগ্রস্ত দেশগুলোর তালিকায় শীর্ষে রয়েছে স্পেন। দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছে ২০ হাজারেরও বেশি মানুষ।