জন্মদিনের অনুষ্ঠান বাতিল করলেন রানী এলিজাবেথ

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ, ছবি: সংগৃহীত

ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ, ছবি: সংগৃহীত

করোনাভাইরাসে সর্বোচ্চ আক্রান্ত দেশের তালিকায় বর্তমানে ছয়ে অবস্থান করছে যুক্তরাজ্য। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৮৮৮ জন মারা গেছেন। আর আক্রান্ত হয়েছেন ১ লাখ ১৪ হাজার ২১২ জন। দেশের এমন কঠিন পরিস্থিতিতে নিজের জন্মদিন পালন না করার সিদ্ধান্ত নিয়েছেন ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ।

শনিবার (১৮ এপ্রিল) বিভিন্ন বিদেশি গণমাধ্যম এই তথ্য নিশ্চিত করে।

গণমাধ্যমগুলো থেকে জানা যায়, রানী দ্বিতীয় এলিজাবেথ তার ৯৪তম জন্মদিন পালন না করার সিদ্ধান্ত নিয়েছেন। এমনকি তার জন্মদিনে সশস্ত্র সালাম দেওয়ার বিষয়ে নিষেধ করেছেন।

রানী এলিজাবেথের ৬৮ বছরের রাজত্বকালে এটিই প্রথম অনুরোধ বলে দাবি করেছেন আইটিভির রিপোর্টার ক্রিস শিপ। তিনিই প্রথম রানীর এই অনুরোধটি প্রকাশ করেন।

উল্লেখ্য, ব্রিটেন গত ৪ সপ্তাহ ধরে করোনাভাইরাসের কারণে সম্পূর্ণ লকডাউন অবস্থায় রয়েছে।