কানাডার বিমানবন্দরে যাত্রীদের মাস্ক পরা বাধ্যতামূলক

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধে কানাডার বিমানবন্দরগুলোতে এবং এয়ারলাইন্সের ভিতরে সকল যাত্রীদের মাস্ক পরা বা স্বাস্থ্যসম্মত কাপড় দিয়ে নাম ও মুখ ঢেকে রাখা বাধ্যতামূলক করা হয়েছে। শুক্রবার (১৮ এপ্রিল) দেশটির পরিবহনমন্ত্রী মার্ক গার্নো এই ঘোষণা দেন।

আগামী মঙ্গলবার (২০ এপ্রিল) থেকে এই আদেশ কার্যকর হবে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

মার্ক গার্নো জানান, কার্যক্রমটি সঠিকভাবে বাস্তবায়িত করতে কানাডার বিমানবন্দরের স্ক্রিনিং চেকপয়েন্টগুলিতে ভ্রমণকারীদের তাদের মুখ এবং নাক ভালোভাবে ডাকতে বলা হবে। এয়ারলাইন্সের সাথে যুক্ত কর্মকর্তারা যাত্রীদের এ বিষয়ে সহায়তা করবেন। এছাড়া ট্রান্সপোর্ট কানাডা থেকে প্রকাশিত তথ্য অনুসারে, জনস্বাস্থ্য মন্ত্রণালয়য় সার্বক্ষণিক এটি তদারকি করবে।

নতুন এই ঘোষণা অনুযায়ী বোর্ডিং প্রক্রিয়া চলাকালীন যেসব যাত্রীর মুখে মাস্ক থাকবে তাদের ভ্রমণ করার অনুমতি দেয়া হবে না বলেও জানিয়েছে কান্দার পরিবহন মন্ত্রণালয়।

এখন পর্যন্ত কানাডায় ৩১ হাজার ৯২৭ জন মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। মারা গেছেন ১ হাজার ৩১০ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফেরার সংখ্যা ১০ হাজার ৫৪৩।