ফ্রান্সে ছুরিকাঘাতে নিহত ২, আহত ৫

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ঘটনাস্থলের বাইরের অংশ, ছবি: সংগৃহীত

ঘটনাস্থলের বাইরের অংশ, ছবি: সংগৃহীত

ফ্রান্সে এক সন্ত্রাসী হামলায় ছুরিকাঘাতে দুইজন নিহত ও পাঁচজন আহতের ঘটনা ঘটেছে। এর মাঝে দুইজন আহতের অবস্থা আশঙ্কাজনক।

শনিবার (৪ এপ্রিল) ফ্রান্সের দক্ষিণ-পূর্ব অংশের রোমান-সার-সেরে শহরে এই ঘটনা ঘটে। ঘটনাটির প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারী একটি তামাক বিক্রয় কেন্দ্রে প্রবেশ করে কেন্দ্রের মালিক ও ক্রেতাদের ছুরির সাহায্যে হামলা করে। এরপর হামলাকারী সেখান থেকে বের হয়ে নিকটবর্তী একটি মাংসের দোকানে গিয়ে আরও মানুষের উপর হামলা চালায়।

বিজ্ঞাপন

স্থানীয় সংবাদ মাধ্যমের বর্ণনা অনুসারে ৩৩ বছর বয়সী একজন সুদানিজকে হামলাকারী সন্দেহে গ্রেফতার করা হয়েছে।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফ কাস্টানার জানান, হামলাকারীর উদ্দেশ্য সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।

উল্লেখ্য, বর্তমান করোনাভাইরাস পরিস্থিতিতে ফ্রান্সে লকডাউন চলছে। শুধুমাত্র প্রয়োজনীয় জিনিস ক্রয় ও শরীরচর্চার জন্যেই ঘর থেকে বের হওয়ার নির্দেশ রয়েছে।