তুরস্কে তরুণদের ওপর কারফিউ জারি

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে তুরস্কে ২০ বছরের কম বয়সীদের উপর আংশিক কারফিউ জারি করা হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) মধ্যরাত থেকে কারফিউ কার্যকর হয়েছে বলে জানান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

এছাড়া ইস্তাম্বুলসহ ৩১টি শহরের সীমানা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। দেশটিতে ট্রানজিট, জরুরি খাদ্য, ওষুধ ও স্যানিটারি পণ্য সরবরাহ ছাড়া সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে।

বিজ্ঞাপন

তুর্কি স্বাস্থ্যমন্ত্রী ফাহরেতিন কোকা আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সকে বলেন, শুক্রবার (৩ এপ্রিল) পর্যন্ত তুরস্কে ২০ হাজারেরও বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে ৪২৫ জনের।

এক সংবাদ সম্মেলনে এরদোয়ান জানান, প্রাথমিকভাবে ১৫ দিনের জন্য শহরগুলোর সীমানা বন্ধ করা হয়েছে। পরিস্থিতি বিবেচনা করে সময় বাড়ানো হতে পারে।

তিনি আরও বলেন, জন সমাগম, গণপরিবহন, মুদি দোকান এবং কর্মক্ষেত্রে সকলের জন্য মাস্ক পরা বাধ্যতামূলক।

তুরস্কে সব আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে, অভ্যন্তরীণ ভ্রমণ সীমিত করা হয়েছে, সব স্কুল, বার এবং ক্যাফে বন্ধ করা হয়েছে। প্রার্থনার জন্য বড় আকারের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু অর্থনৈতিক উৎপাদন এবং রফতানি স্থিতিশীল রাখার জন্য এরদোয়ান কর্মক্ষেত্র বন্ধ দেননি।

মার্চের শেষের দিকে তুরস্কে ৬৫ বছরের বেশি বয়সীদের এবং যাদের দুরারোগ্য ব্যাধি রয়েছে তাদের বাড়িতে থাকতে বলা হয়।