আমি মাস্ক পরব না: ট্রাম্প

  করোনা ভাইরাস
  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সকলেই মাস্ক ব্যবহার করুন। করোনাভাইরাস সংক্রমণ রোধে নিজের প্রশাসনের এই স্বাস্থ্য পরামর্শ নিজেই মানবেন না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি বলেন, ‘আমি এটি করতে যাচ্ছি না।’

বিজ্ঞাপন

মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রগুলো (সিডিসি) নন-মেডিকেল মাস্ক পরার বিষয়ে নতুন নির্দেশিকা জারি করেছে।

ডোনাল্ড ট্রাম্প শুক্রবার (৩ মার্চ) হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে বলেন, তার প্রশাসন আমেরিকানদের করোনাভাইরাস ছড়িয়ে পড়া রোধ করতে জনসমক্ষে ফেস মাস্ক পরতে উৎসাহিত করছে। তবে তার নিজের স্ত্রীর ফার্স্ট লেডি মেলানিয়ার পরামর্শ থাকার পরেও তিনি নিজে এটি পরতে ইচ্ছা করেন না।

এ সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট সাংবাদিকদের বলেন, “সিডিসি অতিরিক্ত স্বেচ্ছাসেবামূলক জনস্বাস্থ্য ব্যবস্থা হিসাবে নন-মেডিকেল কাপড়ের মাস্ক ব্যবহারের পরামর্শ দিচ্ছে। এটি স্বেচ্ছাসেবী। আমি মনে করি না যে আমি এটি করবো।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আমি মাস্ক পরে কোনোভাবেই ওভাল অফিসের সুন্দর ঐতিহ্যবাহী ডেস্কে বসতে পারব না। আমি মাস্ক পরে অন্য দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাজা বা রাণীকে শুভেচ্ছা জানাতে পারি না।