লন্ডনের এক্সেল সেন্টারে নাইটেঙ্গেল হাসপাতাল চালু

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

লন্ডনের এক্সেল সেন্টারে নাইটেঙ্গেল হাসপাতাল চালু

লন্ডনের এক্সেল সেন্টারে নাইটেঙ্গেল হাসপাতাল চালু

যুক্তরাজ্যে করোনাভাইরাস সংক্রমণে আক্রান্তদের চিকিৎসার জন্য পূর্ব লন্ডনের এক্সেল সেন্টারে নির্মিত এনএইচএস নাইটেঙ্গেল হাসপাতালের কার্যক্রম চালু হয়েছে। অস্থায়ী এই হাসপাতালটিতে প্রায় ৪ হাজার রোগীকে একসঙ্গে চিকিৎসা দেওয়া সম্ভব হবে।

যুক্তরাজ্যর রাজ পরিবারের সদস্য প্রিন্স চার্লস এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ হাসপাতালটির উদ্বোধন ঘোষণা করেন।

বিজ্ঞাপন

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ড ও মিটারের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, যুক্তরাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন করে আরও ৬৮৪ জন মারা গেছেন। সর্বমোট মৃতের সংখ্যা ৩ হাজার ৬০৫ জন। করোনায় সর্বমোট আক্রান্তের সংখ্যা ৩৮ হাজার ১৬৮ জন। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩৫ জন।

অস্থায়ী এই হাসপাতালটিতে প্রায় ৪ হাজার রোগীকে একসঙ্গে চিকিৎসা দেওয়া যাবে

এদিকে, করোনাভাইরাস ইস্যুতে আগামী রোববার (৫ এপ্রিল) জাতীর উদ্দেশে ভাষণ দেবেন ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ। রেকর্ড করা ভাষণটি রোববার দেশটির একটি টেলিভিশনে সম্প্রচার করা হবে।