মিয়ানমারে কোভিড-১৯'র তৃতীয় রোগী শনাক্ত
করোনা ভাইরাসমিয়ানমারে কোভিড-১৯'র (করোনাভাইরাসে) তৃতীয় রোগী শনাক্ত হয়েছে। বুধবার (২৫ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছে মিয়ানমারের স্বাস্থ্য ও ক্রীড়া মন্ত্রণালয়।
এর আগে সোমবার (২৩ মার্চ) এক বিবৃতিতে মিয়ানমারের স্বাস্থ্য ও ক্রীড়া মন্ত্রক (এমওএইচএস) জানিয়েছিল
মিয়ানমারের প্রথমবারের মত দু'জন ব্যক্তি কোভিড -১৯ সংক্রমণে আক্রান্ত হয়েছেন।
তৃতীয় সংক্রমণ হওয়া ২৬ বছর বয়সী যুবক ২১ মার্চ ব্যাংককের সুবর্ণভূমি বিমানবন্দর হয়ে যুক্তরাজ্য থেকে ইয়াঙ্গুন ফিরে এসেছিলেন। ২৩ মার্চ তিনি জ্বর ও কাশির চিকিৎসা করাতে ইয়াঙ্গুনের ইনসেইন জেনারেল আসলে তাকে সঙ্গরোধ করা হয়। পরে ২৪ মার্চ পরীক্ষাগারের ফলাফল দেখিয়েছে তিনি কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলেছে, রোগী এবং তার সাথে যোগাযোগ করা সকল ব্যক্তির উপর নজরদারি চালিয়ে যাবেন।
মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয় ২১ মার্চের পরে যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস, অস্ট্রিয়া, বেলজিয়াম, নরওয়ে, সুইডেন এবং ডেনমার্ক থেকে আগত মিয়ানমারের নাগরিকসহ সকল আগত ভ্রমণকারীদের জন্য ১৪ দিনের সঙ্গরোধের ঘোষণা দিয়েছে।
তবে করোনাভাইরাসে আক্রান্ত এই তৃতীয় ব্যক্তি সঙ্গরোধ করেছিলেন কিনা জানা যায়নি।