করোনা মোকাবিলায় থাইল্যান্ডে জারি হচ্ছে ‘জরুরি আইন’

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

থাই প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ওচাকেই

থাই প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ওচাকেই

করোনাভাইরাস মোকাবিলায় বৃহস্পতিবার (২৬ মার্চ) থেকে থাইল্যান্ডে জারি হচ্ছে ‘জরুরি আইন’। এ ছাড়াও আরও কয়েকটি পদক্ষেপ নিচ্ছে দেশটির সরকার।

মঙ্গলবার (২৪ মার্চ) গভর্নমেন্ট হাউজ থেকে থাই প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ওচাকেই এ ঘোষণা দেন বলে জানিয়েছে ব্যাংকক পোস্ট ।

বিজ্ঞাপন

সরাসরি ভাষণে প্রধানমন্ত্রী বলেন, করোনাভাইরাস মোকাবিলায় নতুন পদক্ষেপ নেওয়া হচ্ছে। এছাড়াও একটি কমিটি গঠন করা হয়েছে।

তিনি বলেন, বাড়িতে সঙ্গরোধে না থাকলে জরিমানা গুনতে হবে। পথে পথে চেকপোস্ট বসানো হবে। স্থানীয়ভাবে সরকারিভাবে সঙ্গরোধের ব্যবস্থা করা হবে। বেশ কিছু জায়গা বন্ধ করে দেওয়া হবে।

যদি পরিস্থিতির উন্নতি না হয় তবে সম্পূর্ণ লকডাউন করা হবে। রাষ্ট্রীয় জরুরি অবস্থায় সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো কিছু পোস্ট করতে হলে অবশ্যই সতর্ক থাকতে হবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হলে অবশ্যই শাস্তির আওতায় আনা হবে- যোগ করেন প্রায়ুথ।