বালিতে ৬.৪ মাত্রার ভূমিকম্প

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ইন্দোনেশিয়ার বালি দ্বীপে আগুং মাউন্ট, ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ার বালি দ্বীপে আগুং মাউন্ট, ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ার দক্ষিণ বালিতে ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৪।

ইউরোপীয় সিসমোলজিকাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, বুধবার (১৮ মার্চ) দিনগত রাত পৌনে ২টায় সমুদ্রের ১০ কিলোমিটার গভীরে এ ভূমিকম্প হয়। যার কেন্দ্রস্থল বালির নুসা দুয়া শহরের ২৫৫ কিলোমিটার দক্ষিণে।

বিজ্ঞাপন

তবে এখনও এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ইন্দোনেশিয়ার আবহাওয়া এবং জিওফিজিক্স ব্যুরো বলেছে, এ ভূকম্পনে ছুটির এ দ্বীপে আশঙ্কা নেই সুনামিরও। সূত্র: ডেইলি মেইল।