করোনায় পাকিস্তানে প্রথম মৃত্যু

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পাকিস্তানে লাহোরে করোনাভাইরাসে ৩০ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। এটি এ ভাইরাসে দেশটিতে প্রথম মৃত্যু।

দক্ষিণ এশিয়ার দেশগুলো করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ এবং মৃত্যুর পরিসংখ্যান তুলে ধরতে মঙ্গলবার (১৭ মার্চ) একটি ওয়েবসাইট খুলে পাকিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয়। সেই ওয়েবসাইটেই এই মৃত্যুর জানানো হয়। এছাড়া পাকিস্তানে এখন পর্যন্ত ১৯৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের বেশিভাগই ইরান সফর করেছিলেন।

বিজ্ঞাপন

মৃত ব্যক্তির সম্পর্কে দেশটির পাঞ্জাবের স্বাস্থ্যমন্ত্রী ইয়াসমিন রশিদ জানান, আক্রান্তকে খুবই সংকটজনক অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। ওই ব্যক্তি সম্প্রতি ইরান থেকে ঘুরে এসেছিলেন।

বিশ্বের ১৬২টি দেশ ও অঞ্চলে করোনার প্রকোপ ছড়িয়েছে। এই ভাইরাস সংক্রমণে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৭ হাজার ৪৭৮ জনের মৃত্যু হয়েছে। বিভিন্ন দেশে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৮৭ হাজার ৪০৪ জন। হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮০ হাজার ৮৮৪ জন।