লেবাননে দুই সপ্তাহের নিষেধাজ্ঞা

  করোনা ভাইরাস
  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সিএনএন

ছবি: সিএনএন

করোনাভাইরাসের বিস্তার রোধে আগামী দুই সপ্তাহের জন্য লেবাননে নিষেধাজ্ঞা ঘোষণা করেছে সরকার। রোববার (১৬ মার্চ) এক সংবাদ সম্মেলনে দেশটির তথ্যমন্ত্রী মানাল আব্দুল সামাদ এই ঘোষণা দেন।

লেবাননের তথ্যমন্ত্রী বলেন, লেবাননের সকল বিমানবন্দর, সীমান্ত এবং বন্দরগুলো রোববার থেকে আগামী ২৯ মার্চ মধ্যরাত পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

মন্ত্রী বলেন, 'সরকারের আরোপ করা নিষেধাজ্ঞা অনুযায়ী খুব বেশি জরুরি প্রয়োজনীয়তা না থাকলে বাসিন্দাদের ঘরে থাকতে হবে'।

আবুল সামাদ জানিয়েছেন, সরকারি ও বেসরকারি সকল ধরনের সমাবেশের নিষেধাজ্ঞা জারি করছে সরকার। এসময় সুরক্ষা, স্বাস্থ্য ও পরিষেবা অফিস ব্যতীত সবকটি সরকারী অফিস বন্ধ থাকবে।

তিনি আরো বলেন, খাদ্য উৎপাদন-সংক্রান্ত ব্যতীত সমস্ত বেসরকারি বাণিজ্যিক সংস্থাগুলোকেও আগামী ১৫ দিন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, রোববার পর্যন্ত লেবাননে করোনাভাইরাস মোট আক্রান্ত হয়েছে ১শ জন নাগরিক। প্রাণহানি হয়েছে ৩ জনের।