সৌদি আরবে শপিং মল বন্ধের ঘোষণা

  করোনা ভাইরাস
  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: আরব নিউজ

ছবি: আরব নিউজ

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে এবার সকল ধরনের শপিং মল বন্ধের ঘোষণা দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। রোববার (১৫ মার্চ) দেশটির সরকার এ নির্দেশ দেয়।

শপিং মল বন্ধের নির্দেশ দিলেও বিশ্বের অন্যান্য দেশগুলোর মত খোলা থাকবে খাবারের দোকান, সুপার শপ ও ফার্মেসি। এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করে ইতিমধ্যেই শপিং মলগুলোর কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়েছে সৌদি প্রশাসন।

বিজ্ঞাপন

শপিং মল ছাড়াও যেকোনো প্রকার সমাবেশ, বিনোদনকেন্দ্রসহ জনসমাগম হয় এমন সকল কার্যক্রম অস্থায়ীভাবে বন্ধ ঘোষণা দিয়েছে সরকার।

উল্লেখ্য, চীন থেকে উৎপত্তি হওয়া করোনাভাইরাস বিশ্বের প্রায় বেশিরভাগ দেশেই ছড়িয়ে পড়েছে। সংবাদ সংস্থা আরব নিউজে প্রকাশিত এক প্রতিবেদনের তথ্যমতে সৌদিতে এখন পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে ১শ ১৮ জন। নতুন আক্রান্তের সংখ্যা ১৫।

এদিকে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে করোনায় আক্রান্তদের মধ্যে তিনজন রোগী পুরোপুরি সুস্থ হয়ে উঠেছে। তাদের মধ্যে একজনকে রোববার দাম্মাম মেডিকেল কমপ্লেক্স থেকে ছেড়ে দেওয়া হয়েছে।