করোনায় আক্রান্ত ছাড়াল দেড় লাখ, মৃত্যু ৫৮৩৯

  করোনা ভাইরাস
  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

করোনাভাইরাসে (কোভিড-১৯) বিশ্বের বিভিন্ন দেশে প্রাণহানির সংখ্যা বেড়েই চলেছে। এখন পর্যন্ত বিশ্বব্যাপী মৃত্যুর সংখ্যা ৫ হাজার ৮শ' ৩৫ জনে পৌঁছেছে। আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ১ লাখ ৫৬ হাজার ৫৫৮ জনে।

রোববার (১৫ মার্চ) আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ড ওমিটারস'র জানায়, এখনও পর্যন্ত করোনায় সুস্থ হয়েছেন ৭৫ হাজার ৯শ' ২২ জন।

বিজ্ঞাপন

ইতালিতে একদিনে সর্বোচ্চ মৃত্যু

আক্রান্ত দেশগুলো মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ইতালিতে। একদিনে দেশটিতে ১৭৫ রোগীর মৃত্যু হয়েছে। দেশটিতে মোট আক্রান্ত রোগী ২১ হাজার ১শ' ৫৭ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৯শ' ৬৬ জন। নতুন রোগী ৩ হাজার ৪শ' ৫৭ জন।

ইরানে সুস্থতার হার বেশি

সম্প্রতি আক্রান্ত দেশগুলোর মধ্যে ইরানে সুস্থতার হার সবচেয়ে বেশি। ইরানে এখন পর্যন্ত ৪ হাজার ৩শ' ৩৯ জন সুস্থ হয়েছেন। ইরানে একদিনে ৯৭ জমের মৃত্যু হয়েছে। সারাদেশে আক্রান্ত ১২ হাজার ৭শ' ২৯ জন।

২৪ ঘণ্টায় দ্বিগুণ মৃত্যু যুক্তরাজ্যে

গত ২৪ ঘণ্টায় যুক্তরাজ্যে নতুন করে মারা গেছে ১০ জন। যার ফলে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা ২১ এ পৌঁছাল। মারা যাওয়া সবাই ঝুঁকিপূর্ণ গ্রুপের ছিল। মারা যাওয়া সবার বয়স ৬০ এর অধিক ছিল।

 

চীনে আক্রান্তের হার সবচেয়ে কম

করোনার উৎপত্তিস্থল চীনে ৮০ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হলেও সেখানে ভাইরাসটির প্রাদুর্ভাব কমে গেছে। চীনের একদিনে নতুন শনাক্ত হয়েছে ২০ জন। তবে চীনের বাইরে বিশ্বের অন্যান্য দেশে এই ভাইরাসের প্রকোপ বাড়ছে।

চীনের বাইরে অ্যাপলের সব স্টোর বন্ধ ঘোষণা

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে চীন বাদে বিশ্বব্যাপী অ্যাপলের সব স্টোর বন্ধ ঘোষণা করা হয়েছে। চলতি মাসের ২৭ তারিখ পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে। তবে বন্ধ থাকলেও ঘণ্টা চুক্তিতে কাজ করা কর্মীরা স্বাভাবিক নিয়মেই বেতন পাবেন।

ভাইরাসটি চীনের বাইরে ১৩ গুণ বৃদ্ধি পাওয়ায় বুধবার (১১ মার্চ) পৃথিবীব্যাপী মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। আক্রান্ত দেশগুলর মধ্যে নতুন মৃত্যু হয়েছে- স্পেনে ৬৩ জন, দক্ষিণ কোরিয়ায় ৮ জন, যুক্তরাষ্ট্রে ৮ জন, জার্মানিতে ১ জন, ফ্রান্সে ১২ জন।