ফ্রান্সে ক্যাফে-সিনেমা হল-ডিসকো-রেস্তোরাঁ বন্ধ ঘোষণা

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

আইফেল টাওয়ার

আইফেল টাওয়ার

কোভিড-১৯ এর সংক্রমণ রোধে ফ্রান্সে অপ্রয়োজনীয় পাবলিক স্থান বন্ধ ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী এডওয়ার্ড ফিলিপ। 

নিষেধাজ্ঞার আওতায় রয়েছে রেস্তোরাঁ, ক্যাফে, সিনেমা হল ও ডিসকো সেন্টারসহ অপ্রয়োজনীয় ব্যবসা প্রতিষ্ঠান। স্থানীয় সময় শনিবার (১৪ মার্চ) রাত ১২টা থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে বলে জানিয়েছেন ফরাসি প্রধানমন্ত্রী।

বিজ্ঞাপন

তিনি বলেন, সাধারণত  ক্যাফে ও রেস্তোরাঁগুলোতে অনেক মানুষের ভিড় থাকে। মানুষ আনন্দ করে। কারণ আমরা এক সঙ্গে থাকতে ভালোবাসি। তবে কিছুদিন আমাদের এসব করা উচিত হবে না।  কারণ আমরা সবাই ফ্রান্সকে ভালোবাসি।

ফ্রান্সের প্রধানমন্ত্রী এডওয়ার্ড ফিলিপ

ফরাসি জনগণকে শহরের মধ্যে ভ্রমণ কমিয়ে আনার আহ্বান জানিয়ে ফিলিপ বলেন, বাজার ও খাবারের দোকান, ফার্মেসী, গ্যাস স্টেশন, ব্যাংক, সংবাদপত্র দোকান খোলা থাকবে। ধর্মীয় স্থানগুলো উন্মুক্ত থাকবে, তবে ধর্মীয় অনুষ্ঠান এবং সমাবেশ স্থগিত করা হয়েছে।

ফ্রান্সে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৪৯৯ জন।, মারা গেছেন ৭৯ জন।