করোনা মহামারির মূলকেন্দ্র এখন ইউরোপ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

  করোনা ভাইরাস
  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইউরোপ এখন বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারির ‘কেন্দ্রস্থলে’ পরিণত হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ডা. তেদ্রোস আধানম গেবিয়াসেস বলেন, ইউরোপ এখন কোভিড-১৯ এর মহামারির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। চীন ছাড়া বিশ্বের অন্য দেশগুলোর তুলনায় অনেক বেশি  আক্রান্ত এবং মৃত্যুর ঘটনা রয়েছে এখানে।আমি ইউরোপের সম্প্রদায়কে অনুরোধ করব সামাজিক দূরত্ব বজায় রেখে জীবন বাঁচাতে। এই সংক্রমণ কোনোভাবে বাড়তে দিবেন না।

বিজ্ঞাপন

ইউরোপের বিভিন্ন দেশে সংক্রমণ বৃদ্ধি ও মৃত্যুর হার বাড়ার কারণে তিনি এই মন্তব্য করেছেন বলে বৃটিশসংবাদ মাধ্যম বিবিসিতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

করোনাভাইরাসে ইউরোপের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত দেশ ইতালি। গত ২৪ ঘণ্টায় দেশটিতে রেকর্ড ২৫০ জন মানুষ এ ভাইরাসে মারা গেছেন। এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৬৬ জন। মোট আক্রান্তের ১৭ হাজার ৬৬০ জন।

চিকিৎসাধীন করোনায় আক্রান্ত উত্তর ইতালির এক রোগী/ছবি:বিবিসি

ইতালির পরেই কোভিড-১৯ এর ক্ষতিগ্রস্ত ইউরোপীয় দেশ স্পেন। গত শুক্রবারে মৃত্যু সংখ্যা বেড়ে দিগুণ হয়েছে। দেশটিতে ১৫০ জন মানুষ মারা গেছেন। সংক্রমিত ৪ হাজার ২৩১ জন।

মৃতের সংখ্যা বৃদ্ধি হওয়ায় জরুরি অবস্থা জারি করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ।

পেড্রো সানচেজ বলেন, করোনায় মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় জরুরি অবস্থার তিন ধাপের প্রথমটি জারি করা হলো।

স্পেন ও ইতালির পাশাপাশি ফ্রান্স জানিয়েছে, দেশটিতে ৭৯ জনের মৃত্যুসহ আক্রান্তের সংখ্যা ২ হাজার ৮৭৬ জন।

এরইমধ্যে করোনাভাইরাস প্রতিরোধে ইউরোপ সীমান্ত বন্ধ করে দেওয়ার ঘোষণা এসেছে বিভিন্ন দেশ থেকে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, বিশ্বের ১২৩ টি দেশের ১ লাখ ৩২ হাজার ৫০০ মানুষ কোভিড-১৯ এ আক্রান্ত। মৃত্যুর সংখ্যা প্রায় পাঁচ হাজার ছাড়িয়েছে। যা সংস্থাটির মতে, ‘মর্মান্তিক মাইলফলক’।