করোনায় ইতালিতে একদিনে মৃত্যু ২৫০

  করোনা ভাইরাস
  • ইসমাইল হোসেন স্বপন, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইতালি থেকে: করোনায় গত ২৪ ঘণ্টায় ইতালিতে নতুন করে আরও ২৫০ জন প্রাণ হারিয়েছেন। দেশটিতে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৬৬।

ইতালির নাগরিক সুরক্ষা সংস্থা জানিয়েছে, শুক্রবার (১৩ মার্চ) নতুন করে আরও আড়াই হাজারের অধিক ব্যক্তি এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন।এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ১১২।

বিজ্ঞাপন

এ ছাড়া করোনাভাইরাসে আক্রান্ত ১ হাজার ৪৩৯ জন রোগী চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

দেশটিতে পর্যটন এলাকাগুলো একেবারে ফাঁকা। হোটেল, রেস্টুরেন্টসহ সব ব্যবসায় ধস নেমেছে। অসংখ্য প্রবাসী বাংলাদেশি বেকার হয়ে পড়ছেন।

রোমে বাংলাদেশ দূতাবাসের সকল কার্যক্রম গত মঙ্গলবার থেকে পরবর্তী নির্দেশ দেওয়া না পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে। এখন পর্যন্ত কোনো প্রবাসী বাংলাদেশি এই ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি।

করোনাভাইরাসে আতঙ্কিত না হয়ে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন দেশটিতে নিযুক্ত রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার।