ব্রাজিল প্রেসিডেন্টের সচিব করোনায় আক্রান্ত

  করোনা ভাইরাস
  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ব্রাজিলের প্রেসিডেন্টের সচিব ফ্যাবিও ওয়াজনগার্টনের শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে। আর তাই বর্তমানে দেশটির প্রেসিডেন্টের স্বাস্থ্য পর্যবেক্ষণ করা হচ্ছে।

কিছু আগেই ফ্যাবিও ওয়াজনগার্টন ফ্লোরিডার মার-এ-লাগো রিসোর্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করেন। এসময় তারা একে অপরের সঙ্গে করমর্দনও করেন।

বিজ্ঞাপন

শুক্রবার (১৩ মার্চ) আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল-জাজিরায় প্রকাশিত এক প্রতিবেদন এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

এদিকে ফ্যাবিও ওয়াজনগার্টনের করোনায় আক্রান্তের খবর নিশ্চিত হওয়ার পর ব্রাজিলের প্রেসিডেন্ট বলসোনারোও স্বাস্থ্য পরীক্ষা করা হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন।

সম্প্রতি করোনাভাইরাসে আক্রান্ত এমন এক ব্যক্তির সঙ্গে দেখা করার পর মার্কিন দুই আইন প্রণেতা নিজেরা কোয়ারেন্টাইন থাকছে। যাতে তাদের শরীরে ভাইরাস ঢুকলেও অন্যরা যাতে তাতে আক্রান্ত না হয়। তবে তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনাভাইরাসের পরীক্ষা করাননি।