ইরানের সিনিয়র ভাইস প্রেসিডেন্টসহ দুই মন্ত্রী করোনায় আক্রান্ত

  করোনা ভাইরাস
  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইরানের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইসহাক জাহাঙ্গীর এবং মন্ত্রিপরিষদের দুই সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই ভাইরাসে দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ৩৫৪ জন।

বুধবার (১১ মার্চ) দেশটির আধা সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সির খবরে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

ফার্স নিউজ এজেন্সির খবরে আরও বলা হয়েছে, বেশ কয়েকদিন ধরেই সরকারের উচ্চপর্যায়ের কোনো সভা-সমাবেশে ইসহাক জাহাঙ্গীরকে দেখা যায়নি। তখন থেকেই তাকে নিয়ে আলোচনা চলছিল। করোনায় আক্রান্ত অন্য দুই মন্ত্রী হলেন- সাংস্কৃতিক ঐহিত্য, হস্তশিল্প ও পর্যটনমন্ত্রী আলী আসগার মৌনেসান এবং শিল্প, বাণিজ্য ও খনিমন্ত্রী রেজা রহমানি। তবে সরকারিভাবে এদের সম্পর্কে কিছু বলা হয়নি।

ইরান করোনাভাইরাসে আক্রান্ত দেশগুলোর মধ্যে অন্যতম। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৬২ জনের মৃত্যু হয়েছে। দেশেটির ৩১টি প্রদেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে।