ইসলামাবাদে পাকিস্তান বিমানবাহিনীর প্লেন বিধ্বস্ত, পাইলট নিহত

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

শের আফগান ট্রফি নিচ্ছেন পাইলট উইং কমান্ডার নোমান আকরাম , ছবি: ডন.কম

শের আফগান ট্রফি নিচ্ছেন পাইলট উইং কমান্ডার নোমান আকরাম , ছবি: ডন.কম

পাকিস্তান বিমানবাহিনীর (পিএএফ) প্লেন এফ-১৬ দেশটির রাজধানী ইসলামাবাদের কাছে শাকারপারিয়ান জঙ্গলে বিধ্বস্ত হয়েছে। বুধবার (১১ মার্চ) সকালের এ দুর্ঘটনায় পাইলট উইং কমান্ডার নোমান আকরাম নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে পিএএফ।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ডন জানিয়েছে, ২৩ মার্চ পাকিস্তানের জাতীয় দিবস উপলক্ষে অনুষ্ঠেয় ফ্লাইপাস্টের মহড়া দেওয়ার সময় শাকারপারিয়ান নামের পাহাড়ি জঙ্গল প্লেনটি বিধ্বস্ত হয়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে নিরাপত্তা বাহিনী দুর্ঘটনাস্থল ঘিরে ফেলে এবং উদ্ধারকারীরা পৌঁছে যায়। বাহিনীর একজন মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন
এ জঙ্গলে প্লেনটি বিধ্বস্ত হওয়ার পর উপরে ধোয়া ছড়িয়ে পড়ে, ছবি: ডন.কম

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কমিটি গঠন করেছে পাকিস্তানি বিমানবাহিনীর সদর দফতর। এছাড়া এতে ক্ষয়ক্ষতির পরিমাণও নিরূপণ করা হচ্ছে।

এ দুর্ঘটনায় গভীরভাবে দুঃখ প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে টুইট করেছেন পাকিস্তান জাতীয় সংসদের স্পিকার আসাদ কায়সার।