ফের প্রেসিডেন্ট হিসেবে পুতিনকে চায় ক্ষমতাসীনরা

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন/ছবি: রয়টার্স

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন/ছবি: রয়টার্স

রাশিয়ার ক্ষমতাসীন দল ‘ইউনাইটেড রাশিয়া পার্টি’ সংবিধান সংশোধনের মাধ্যমে ভ্লাদিমির পুতিনকে ফের প্রেসিডেন্ট হিসেবে চায়। দলের সমর্থন অনুযায়ী প্রেসিডেন্ট পদের জন্য ফের লড়তে যাচ্ছেন পুতিন। দেশটির সরকারি বার্তা সংস্থা আরআইএ এ খবর প্রকাশ করেছে।

মঙ্গলবার (১০ মার্চ) রাজধানী মস্কোয় দেশটির নিম্নকক্ষ পার্লামেন্টে সাংবিধানিক পরিবর্তন আনতে ভ্লাদিমির পুতিন বক্তব্য রাখেন।

বিজ্ঞাপন

সাংবিধানিক নিয়ম অনুযায়ী ২০২৪ এর পর আর প্রেসিডেন্ট পদে থাকতে পারবেন না পুতিন। কিন্তু আবারো প্রেসিডেন্ট পদে লড়তে চান সাবেক কেজিবি কর্মকর্তা। এ কারণে দেশটির ক্ষমতাসীন দল সংবিধানে পরিবর্তন আনতে চাচ্ছে।

গত জানুয়ারিতে রাশিয়ার রাজনীতি এবং সংবিধানে বড় ধরনের পরিবর্তন আনার ঘোষণা দেন পুতিন।  ৬৭ বছর বয়সী সাবেক এই কেজিবি কর্মকর্তা গত দুই দশক ধরে প্রেসিডেন্ট হিসেবে এবং রাশিয়ার রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। সংবিধানে পরিবর্তন আনতে চেয়ে সমালোচনের শিকার হয়েছেন পুতিন।