এবার করোনাভাইরাস থেকে সুস্থ হলেন শতবর্ষী বৃদ্ধ!

  • সাকিব এ চৌধুরী, চীন করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চীনের হুবেই প্রদেশের রাজধানী উহানের একটি হাসপাতাল থেকে করোনাভাইরাসে আক্রান্ত ১০০ বছর বয়সী এক বৃদ্ধ পুরোপুরি সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন। চীনে করোনায় আক্রান্ত রোগীদের মধ্যে তিনিই এখন পর্যন্ত সব থেকে প্রবীণ রোগী।

গত সপ্তাহেও হু হানিং নামের ৯৮ বছর বয়সী এক বৃদ্ধা চীনের উহানের ডালিয়ান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ঘরে ফিরেছিলেন ।

বিজ্ঞাপন

সম্প্রতি করোনাভাইরাস থেকে ১০০ বছর বয়সী এই বৃদ্ধ পুরোপুরি সুস্থ হওয়ার পরে চীনে বেশ আলোড়ন সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া ।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ফেব্রুয়ারি তাকে উহানের হুবাই প্রদেশের প্রসূতি ও শিশু স্বাস্থ্যসেবা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তারপর থেকে সেখানেই তার চিকিৎসা চলছিল। হার্টের সমস্যাসহ একাধিক রোগ থাকা সত্ত্বেও তিনি এই ভাইরাস থেকে সুস্থ হতে সক্ষম হয়েছেন।