ইউরোপে করোনা বিষয়ে জরুরি টেলিকনফারেন্সের ডাক

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ইউরোপীয় ইউনিয়ন, ছবি: সংগৃহীত

ইউরোপীয় ইউনিয়ন, ছবি: সংগৃহীত

সম্মিলিত ইউরোপিয়ান প্রচেষ্টার মাধ্যমে করোনাভাইরাস ঠেকাতে শিগগিরই জরুরি টেলিকনফারেন্স করবেন ইউরোপীয় ইউনিয়নের(ইইউ) নেতারা।

সোমবার (৯ মার্চ) ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল এ কথা জানান।

বিজ্ঞাপন

ইইউ সামিটের সভাপতি মিশেল এক টুইটার বার্তায় বলেন, ‘করোনা মোকাবিলায় ইউরোপের সকল প্রচেষ্টা সমন্বিত করার লক্ষ্যে ইউরোপিয়ান কাউন্সিলের সদস্যদের নিয়ে আমি শিগগিরই কনফারেন্স কল করব। নাগরিকদের স্বাস্থ্য রক্ষায় আমাদের একে অপরকে সহযোগিতা করতে হবে।’

ইইউ’র একজন কর্মকর্তা জানান, এই আলোচনা মঙ্গলবার (১০ মার্চ) হওয়ার কথা ছিল।