পাকিস্তানে বাস নদীতে পড়ে নিহত ২১

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

নদীতে পড়ে যাওয়া বাসটি, ছবি: সংগৃহীত

নদীতে পড়ে যাওয়া বাসটি, ছবি: সংগৃহীত

পাকিস্তানে একটি বাস নদীতে পড়ে ২১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চার জন। সোমবার (৯ ফেব্রুয়ারি) দেশটির উত্তরের গিলগিত বালতিস্তান প্রদেশের স্কার্ডু জেলায় এ ঘটনা ঘটে।

দেশটির সরকারি কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে তুরস্কের সংবাদ সংস্থা আনাদুল।

বিজ্ঞাপন

আনাদুল তাদের প্রতিবেদনে জানায়, ২৫ জন যাত্রী নিয়ে একটি ভ্যান চীন সীমান্তবর্তী ইন্দুস নদীতে পড়ে যায়।

গিলগিত বালতিস্তানের মুখপাত্র ফাইজ উল্লাহ ফারাক জানান, দুর্ঘটনার কারণ এখনো অস্পষ্ট রয়েছে। উদ্ধারকর্মীরা হতাহতদের উদ্ধারে কাজ করে যাচ্ছে। উদ্ধারকাজে সেনা বাহিনীর একটি হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে বলেও জানান তিনি।

বাসটি রাওয়ালপিন্ডির গ্যারিসন শহর থেকে গিলগিত বালতিস্তানের স্কার্ডু শহরে যাচ্ছিল।

স্কার্ডু শহরের সহকারী জেলা প্রশাসক গুলাম মুর্তজা সাংবাদিকদের জানান, অতিরিক্ত গতির কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে। জেলা হাসপাতালগুলোতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

এ ধরনের দুর্ঘটনা পাকিস্তানে খুবই সাধারণ ব্যাপার। মূলত খারাপ পাহাড়ি রাস্তায় নিরাপত্তা নিশ্চিতকরণের পর্যাপ্ত যোগানের অভাব ও দুর্বল অবকাঠামোর কারণে হরহামেশাই দুর্ঘটনা ঘটে।