করোনা আতঙ্কে তাজমহল বন্ধ রাখতে সুপারিশ

  করোনা ভাইরাস
  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

প্রতিদিন অসংখ্য দর্শনার্থী আসেন তাজমহল দেখতে/ছবি: বার্তা২৪.কম

প্রতিদিন অসংখ্য দর্শনার্থী আসেন তাজমহল দেখতে/ছবি: বার্তা২৪.কম

করোনাভাইরাসের আতঙ্কে তাজমহল পর্যটকদের জন্য সাময়িক বন্ধ রাখার সুপারিশ করা হয়েছে। তাজমহলের সঙ্গে দেশের সমস্ত ঐতিহাসিক স্মৃতিসৌধগুলো আপাতত বন্ধ রাখার সুপারিশ করেছেন আগ্রার মেয়র নবীন জৈন। 

সম্প্রতি ভারতীয় বেশ কয়েকটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জৈন বলেন, আগ্রা দেশের অন্যতম পর্যটনসমৃদ্ধ এলাকা। এখানে পর্যটকদের আনাগোনা বেশি। তাই এখানে করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞাপন

ভারত সরকারের উদ্দেশে মেয়র বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত তাজমহলসহ ঐতিহাসিক সৌধগুলো পর্যটকদের জন্য বন্ধ রাখার সুপারিশ করছি।

সবশেষ তথ্য অনুযায়ী ভারতে করোনায় আক্রান্ত ৩১। করোনা আতঙ্কে দেশটি সর্বোচ্চ সতর্ক রয়েছে। বিদেশ থেকে আগতদের সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এক লাখ ছাড়িয়েছে। এর মধ্যে ৩ হাজারের বেশি লোক চীনেই মারা গেছে।