লোকসভার বাজেট অধিবেশন থেকে ৭ কংগ্রেস এমপি বরখাস্ত

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, য়াকা
  • |
  • Font increase
  • Font Decrease

বরখাস্তকৃত সাত এমপি, ছবি: সংগৃহীত

বরখাস্তকৃত সাত এমপি, ছবি: সংগৃহীত

গত সপ্তাহে দিল্লিতে ঘটে যাওয়া সহিংসতা নিয়ে সমালোচনার জের ধরে গত তিন দিন ধরে সংসদে সৃষ্ট অশান্তির জন্য লোকসভার বাজেট অধিবেশন থেকে সাতজন কংগ্রেস সংসদ সদস্যকে (এমপি) সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) তাদের বরখাস্ত করা হয়। এ সময় স্পিকার একটি কমিটি গঠন এবং ওই সাত এমপির আচরণ পরীক্ষা করার জন্য সরকারের পক্ষ থেকে করা আবেদন গ্রহণ করেন।

বিজ্ঞাপন

বরখাস্তকৃত এমপিরা হলেন-গৌরব গোগোই, টিএন প্রথাপন, ডিয়ান কুরিয়াকোস, বেনি বেহানানম, মানিকম ঠাকুর, রাজমোহন উন্নিথন এবং গুরজিৎ সিং অজলা। গত সোমবার শুরু হওয়া এ বাজেট অধিবেশনটির দ্বিতীয়ার্ধ শেষ হবে ৩ এপ্রিল।