৬.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, নিহত ১০

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

 

শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে ইন্দোনেশিয়ার জনপ্রিয় পর্যটন স্পটে। ভূমিকম্পে কমপক্ষে ১০ জন মারা গেছেন।

বিজ্ঞাপন

রোববার (২৯ জুলাই) স্থানীয় সময় সকাল ৭ টায় ইন্দোনেশিয়ার লম্বোক দ্বীপে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে।

বালির ২০ কি.মি. পূর্বদিকের দ্বীপটি সারা বিশ্বের পর্যটকদের কাছে দারুণ জনপ্রিয়।

দায়িত্বশীল কর্মকর্তারা বলছে, ভূমিকম্পের আঘাতে অনেক ভবন বিধ্বস্ত হয়েছে। কয়েক ডজন মানুষ আহত হয়েছে।

মার্কিন জিওলজিকাল সার্ভের কর্মকর্তার বলছে, ইন্দোনেশিয়ার উত্তরপূর্বের শহর মাতারাম থেকে ৫০ কি.মি দূরে ভূমিকম্পের কেন্দ্র ছিল। এরপর আরো ৬০ টি ছোট মাত্রার ভূমিকম্প সেখানে ধারাবাহিকভাবে আঘাত করে।