কাশ্মীরে সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞা প্রত্যাহার

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: গালফ নিউজ

ছবি: গালফ নিউজ

দীর্ঘ সাত মাস পর ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে দেশটির সরকার। বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল থেকে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।

ভারতের সরকারি টেলিকম প্রতিষ্ঠান বিএসএনএল'র এক ঊর্ধ্বতন কর্মকর্তার বরাতে এ তথ্য নিশ্চিত করেছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি।

বিজ্ঞাপন

এনডিটিভি তাদের প্রতিবেদনে জানায়, কাশ্মীর ভ্যালিতে সোমবার বিকেল থেকে ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা পুরোদমে চালু করা হয়েছে। এছাড়া সোশ্যাল মিডিয়ায় ২জি ও ব্রডব্যান্ড ইন্টারনেট দিয়ে প্রবেশ করা যাবে। তবে ৪জি ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকা হবে বলে জানানো হয়েছে।

কাশ্মীর সরকারের এই নির্দেশনা ১৭ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে বলে জানা গেছে।