সামাজিক যোগাযোগমাধ্যম ছেড়ে দেবেন মোদি!

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা ভাবছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সবাইকে অবাক করে এমনই এক টুইট করেছেন মোদি।

সোমবার (২ মার্চ) এক টুইট বার্তায় মোদি জানিয়েছেন, এক সপ্তাহের মধ্যে টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউব ছেড়ে দেবেন। তবে এর পেছেন কী কারণ তা জানাননি মোদি।

বিজ্ঞাপন

টুইটারে মোদি লিখেছেন, ‘ভাবছি এই রোববার সোশ্যাল মিডিয়ায় সমস্ত অ্যাকাউন্ট – ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম ও ইউটিউব ছেড়ে দেব।’ সঙ্গে তিনি আরও লেখেন, ‘আপনাদের জানানোর জন্য পরে আরও পোস্ট করব।’

এদিকে মোদির এমন ঘোষণার পর মুহূর্তেই শোরগোল পড়ে যায়। যিনি দেশের মসনদে বসার পর ‘ডিজিটাল ইন্ডিয়া’ গড়ার কথা বলেছিলেন, বিভিন্ন লেনদেন যিনি নগদহীন করে দেওয়ার কথা বলে এসেছেন সব সময়, সেই মোদি কেন আচমকা সোশ্যাল মিডিয়া বর্জনের এমন সিদ্ধান্ত নিলেন, তা নিয়ে রাজনৈতিক মহলেও চলছে জোর জল্পনা।

ফেসবুকে মোদির মোট ফলোয়ার ৪ কোটি ৪০ লাখ। টুইটারে ৫ কোটি ২০ লাখ মানুষ মোদিকে ফলো করেন। ইনস্টাগ্রামে সেই সংখ্যাটা সাড়ে তিন লাখেরও বেশি। ইউটিউবে ৪৫ লাখ ফলোয়ার রয়েছে মোদির।