করোনাভাইরাস: ৯৮ বছরের বৃদ্ধা সুস্থ হয়ে বাড়ি ফিরলেন

  করোনা ভাইরাস
  • চীন করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সুস্থ হয়ে বাড়ি ফিরছেন ৯৮ বছরের বৃদ্ধা, ছবি: সংগৃহীত

সুস্থ হয়ে বাড়ি ফিরছেন ৯৮ বছরের বৃদ্ধা, ছবি: সংগৃহীত

চীনের হুবেই প্রদেশের উহানের লিসেনশান হাসপাতাল থেকে করোনাভাইরাসে আক্রান্ত ৯৮ বছর বয়সী হু হানিং নামে এক প্রবীণ নারী পুরোপুরি সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন। চীনে আক্রান্ত রোগীদের মধ্যে তিনিই ছিলেন সব থেকে প্রবীণ রোগী।

গত ১৩ ফেব্রুয়ারি হু হানিং ও তার মেয়েকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তার ৫৪ বছর বয়সী মেয়েও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিল।

বিজ্ঞাপন

ডালিয়ান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক সু সোগুয়াং স্থানীয় জাতীয় দৈনিক 'ডেইলি চীনকে' দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, হাসপাতালে ভর্তি হওয়ার সময় হুর উচ্চ জ্বর ও কার্ডিয়াকের অপ্রতুলতার লক্ষণ ছিল।

চিকিৎসক সুই জানান, হু মূলত অ্যান্টি-ভাইরাস চিকিৎসার পাশাপাশি বেসিক রোগগুলোর চিকিৎসা এবং পুষ্টি সহায়তা পেয়েছে।

সুই আরও বলেন, হুও চিকিৎসাকালীন সময়ে স্বাস্থ্যকর্মীদের সব ধরনের সহযোগিতা করেছেন।

হুয়ের কন্যা ডিং হাসপাতাল ছেড়ে চলে যাওয়ার সময় তিনি তাদের জীবন বাঁচানোর জন্য স্বাস্থ্য কর্মীদের ধন্যবাদ জানান।