জেলের জালে দৈত্যাকৃতির মাছ, নতুন রেকর্ড

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

দৈত্যাকৃতির মাছটি হাতে জেলে থমাস নাইট/ছবি: সিএনএন

দৈত্যাকৃতির মাছটি হাতে জেলে থমাস নাইট/ছবি: সিএনএন

জেলে থমাস নাইট বের হয়েছিলেন একটা বড় মাছ ধরার জন্য। এর জন্য টোপও প্রস্তুত করে নিয়ে গিয়েছিলেন। কিন্তু যা ধরলেন তা তার কল্পনাকেও হার মানিয়েছে।

গত মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) নিউ হ্যাম্পশায়ারের জেলে নাইট ৩৭.৬৫ পাউন্ডের মিঠা পানির একটি ট্রাউট মাছ ধরেছেন যা ৬০ বছরের রেকর্ড ভেঙে দিয়েছে।

বিজ্ঞাপন

সর্বশেষ রেকর্ডটি ছিল ১৯৫৮ সালে, ওই মাছটির ওজন ছিল ২৮ পাউন্ড। সাধারণত আগের রেকর্ডের সাথে নতুন রেকর্ডের পার্থক্য হয় ২-৩ পাউন্ড। কিন্তু এবার পার্থক্য প্রায় ৯ পাউন্ডের বেশি।

মাছটি তোলার পরপরই তিনি বরফ দিয়ে একে বাক্সে ভরেন এবং নিউ হ্যাম্পশায়ারের মৎস্য ও ক্রীড়া বিভাগকে জানান।

মৎস্যবিদ্যা বিশারদ অ্যান্ডি স্ক্যাফারমেয়ার বলেন, “এখন এটিই ইংল্যান্ডের ধরা পড়া সবচেয়ে বড় মিঠা পানির ট্রাউট”।

৫৮ বছর বয়সী নাইট ২৫ বছর ধরে বাণিজ্যিকভাবে নীল পাখনাওয়ালা বড় বড় টুনা মাছ শিকার করেন। টুনা মাছ শিকার করতে গিয়ে তার উরুতে দুই বার অস্ত্রোপচার করতে হয়েছে। তবুও তিনি মাছ শিকার করতে ভালোবাসেন এবং এই রেকর্ড তাকে আরো উৎসাহ জোগাবে।