ফের ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ার

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া, ছবি: সংগৃহীত

ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া, ছবি: সংগৃহীত

নতুন করে দুটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে পূর্ব এশিয়ার দেশ উত্তর কোরিয়া। সোমবার (২ মার্চ) দেশটির পূর্ব উপকূল থেকে জাপান সাগরের দিকে ক্ষেপণাস্ত্র দুটি পরীক্ষা করা হয়।

দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে এ খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স।

বিজ্ঞাপন

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, উত্তর কোরিয়ার পূর্ববর্তী উপকূলীয় শহর ওনসান থেকে বেশ কয়েকটি স্বল্প পরিসরের ক্ষেপণাস্ত্র সমুদ্রে নিক্ষেপ করেছে।

দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জয়েন্ট চীফ অফ স্টাফ জানায়, ক্ষেপণাস্ত্র দুটি ১৫০ মেইল দূরে আঘাত হানতে সক্ষম ও ৩৫ কিলোমিটার উচ্চতায় পৌঁছেছিল।

এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার তদারকি করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন।

বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়ায় দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্র বার্ষিক যৌথ সামরিক মহড়া পিছিয়ে দেয়ার ঘোষণা দেয়ার পরই এ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া।

চলতি বছরের শুরুর দিকে কিম জং উন পারমাণবিক ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা স্থগিতকরণের যে সিদ্ধান্ত নিয়েছিল তা তুলে নেয়া হয়েছে। এর আগে গত বছরের নভেম্বরে সর্বশেষ একটি মিসাইল উৎক্ষেপণ করে উত্তর কোরিয়া।