করোনার লক্ষণ দেখা দিলেই ১ হাজার ৪০০ ডলার পুরস্কার!

  করোনা ভাইরাস
  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃৃহীত

ছবি: সংগৃৃহীত

করোনাভাইরাসের উৎসস্থল চীনের হুবেই প্রদেশের একটি শহর বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে। কোনো নাগরিকের করোনায় আক্রান্তের লক্ষণ দেখা দিলে তা কর্তৃপক্ষকে অবহিত করলেই পুরস্কার হিসেবে মিলবে ১০ হাজার ইউয়ান (১৪২৫.৯৬ মার্কিন ডলার)।

হুবেই এর কিয়ান জিয়াং শহরে প্রায় দশ লাখ লোকের বাস। উহান থেকে শহরটি ১৫০ কিলোমিটার দূরে অবস্থিত। এ পর্যন্ত ১৯৭জনের করোনায় আক্রান্তের খবর নিশ্চিত করা গেছে। তাদের চিকিৎসা চলছে।

রয়টার্স বলছে, করোনায় আক্রান্ত অনেকেই ভয়ে ডাক্তারের স্মরণাপন্ন হন না। এতে চিকিৎসাকর্মী এবং স্বেচ্ছাসেবকদের বিপাকে পড়তে হয়। এ সমস্যা থেকে উত্তরণে বিশেষ এ পুরস্কার ঘোষণা করেছে শহরটির কর্তৃপক্ষ।

হুবেই প্রদেশে এ পর্যন্ত ৬৫ হাজার নাগরিক আক্রান্ত হয়েছেন। প্রাণহানির সংখ্যা ২৬০০ ছাড়িয়ে গেছে। সারা বিশ্বে ২৮০০ জন করোনায় মারা গেছেন। আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ছাড়িয়েছে।

বিজ্ঞাপন