সিএএ বিক্ষোভে মারা গেল পুলিশ সদস্য

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) নিয়ে বহুদিন ধরে বিক্ষোভ করে আসছে ভারতের জনগণ। যা চলমান রয়েছে। আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) উত্তর-পূর্ব দিল্লির দিল্লির বাহজানপুরা, মৌজপুর ও জাফরাবাদে বিক্ষোভ করছে সিএএ'র বিপক্ষের লোকজন। এমন সময় সিএএ'র পক্ষের লোকজন আসলে দুপক্ষের সংঘর্ষে বাঁধে। আর এতে মারা গেছে এক পুলিশ সদস্য।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারত সফরের প্রথম দিনেই দেশটির রাজধানী দিল্লিতে এ ঘটনা ঘটল। আজ সন্ধ্যায় দিল্লিতে যাওয়ার কথা রয়েছে ট্রাম্পের।

বিজ্ঞাপন

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, সিএএ'র পক্ষ ও বিপক্ষ দুদলই নিজেদের মাঝে ইট-পাটকেল ছুঁড়ে। এছাড়া কিছু যানবাহন ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে আগুনও দেওয়া হয়। যার ফলে অঞ্চলটুকু রণক্ষেত্রে পরিণত হয়। এতে রতনলাল নামে এক পুলিশ কনস্টেবল মারা গেছে।

ভারতের আরেক সংবাদ মাধ্যম আনন্দ বাজার তাদের প্রতিবেদনে জানায়, বিক্ষোভকারীদের ছোঁড়া ইটের আঘাতে মাথায় গুরুতর আঘাত পান ওই পুলিশ সদস্য। হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

এটিকে অত্যন্ত দুঃখজনক সংবাদ বলে জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এছাড়া তিনি ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সমালোচনা করেন।