গোয়া উপকূলে ভারতীয় নৌবাহিনীর প্লেন বিধ্বস্ত

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

মিগ ২৯ কে, ছবি: সংগৃহীত

মিগ ২৯ কে, ছবি: সংগৃহীত

ভারতের দক্ষিণ গোয়া উপকূলে ভারতীয় নৌবাহিনীর একটি প্লেন (মিগ ২৯ কে) বিধ্বস্ত হয়েছে। রোববার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে নিয়মিত প্রশিক্ষণের সময় প্লেনটি এ দুর্ঘটনার কবলে পড়ে। এ সময় পাইলট নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, প্লেনটি গোয়ার ভাস্কো শহরের ডাবোলিম এয়ারপোর্টের আইএনএস হানসা বেস থেকে ছেড়েছিল। এর আগে গত নভেম্বরেও ‘মিগ ২৯ কে’র একটি লড়াকু জেট প্লেন বিধ্বস্ত হয়। তখনও দু’জন পাইলট নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হয়েছিলেন।

বিজ্ঞাপন