অস্ট্রেলিয়ায় ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত ২

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

লাইনচ্যুত ট্রেনটি, ছবি: সংগৃহীত

লাইনচ্যুত ট্রেনটি, ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ায় ট্রেন লাইনচ্যুত হয়ে দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) অস্ট্রেলিয়ার ওয়ালানের ভিক্টোরিয়ান শহরের কাছে ট্রেনটি লাইনচ্যুত হয়।

দেশটির সরকারি কর্মকর্তাদের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি।

বিজ্ঞাপন

বিবিসি তাদের প্রতিবেদনে জানায়, ভিক্টোরিয়া রাজ্যের রাজধানী মেলবোর্ন থেকে প্রায় ৪৫ কিলোমিটার উত্তরে স্থানীয় সময় রাত ৭টা ৫০ মিনিটে ট্রেনটি লাইনচ্যুত হয়। ট্রেনটিতে ১৬০ জন যাত্রী ছিল। ট্রেনটি সিডনি থেকে মেলবোর্নের দিকে যাচ্ছিল।

দুর্ঘটনার ম্যাপের ছবি, ছবি: সংগৃহীত

দেশটির জরুরি পরিষেবা থেকে জানানো হয়, এ ঘটনায় বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে হেলিকপ্টারে করে মেলবোর্নে নেওয়া হয়েছে। আর বাকিদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

ভিক্টোরিয়ার দমকল বাহিনী থেকে জানানো হয়েছে, ইঞ্জিনসহ পাঁচটি বগি লাইনচ্যুত হয়েছে। উদ্ধার কাজে হেলিকপ্টার ও অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে। আর লাইনটি দিয়ে চলাচলকৃত সমস্ত ট্রেন যাত্রা বাতিল করা হয়েছে।

ট্রেনটি কেন বা কীভাবে লাইনচ্যুত হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে এ ঘটনার জন্য তদন্ত করা হবে বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার উপ-প্রধানমন্ত্রী মাইকেল ম্যাককর্ম্যাক।