সিঙ্গাপুরে প্রথম বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত

  করোনা ভাইরাস
  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সিঙ্গাপুরে ৩৯ বছর বয়সী একজন বাংলাদেশি নাগরিক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

সিঙ্গাপুর ভিত্তিক সংবাদমাধ্যম সিএনএ দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে রোববার (৯ ফেব্রুয়ারি) এ খবর প্রকাশ করেছে।

বিজ্ঞাপন

সিএনএ জানায়, আক্রান্ত ব্যক্তি সাম্প্রতিক সময়ে চীনে ভ্রমণ করেননি। গত ১ ফেব্রুয়ারি তার শরীরে করোনার উপসর্গ দেখা দেয়। ৩ ফেব্রুয়ারি তিনি স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি হন। এরপর ৫ ফেব্রুয়ারি তিনি হাসপাতালে ভর্তি হন। ৭ ফেব্রুয়ারি তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।

কয়েকটি পরীক্ষা শেষে চিকিৎসকরা ওই বাংলাদেশি নাগরিকের শরীরে করোনাভাইরাসে আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেন এবং তাকে পৃথক ওয়ার্ডে স্থানান্তর করেন।

হাসপাতালে ভর্তির পূর্বে বাংলাদেশি নাগরিক মুস্তফা সেন্টারে ভ্রমণ করেন এবং কাকি বুকিট রোডে লিও ডরমেটরিতে অবস্থান করেন।