৫ দিন পর করোনা পরীক্ষা শেষে জাহাজ থেকে মুক্তি

  করোনা ভাইরাস
  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

৫ দিন পর করোনা পরীক্ষা শেষে জাহাজ থেকে মুক্তি/ছবি: বিবিসি

৫ দিন পর করোনা পরীক্ষা শেষে জাহাজ থেকে মুক্তি/ছবি: বিবিসি

হংকং-এ একটি প্রমোদতরীতে পাঁচদিন আটকে থাকার পর করোনাভাইরাস পরীক্ষা শেষে অর্ধেক যাত্রীদের নামার অনুমতি দেওয়া হয়েছে।

রোববার (৯ ফেব্রুয়ারি) তাদের নামার অনুমতি দেওয়া হয় বলে খবর প্রকাশ করেছে বিবিসি।

বিজ্ঞাপন

বিবিসি জানায়, প্রায় ৩৬০০ যাত্রী এবং ক্র্যুসহ ওয়ার্ল্ড ড্রিম নামক প্রমোদতরীটি বন্দর থেকে দূরে রাখা হয়। এর আগের যাত্রায় জাহাজকর্মীরা কর্মীরা করোনায় আক্রান্ত হতে পারেন- এই ভয়ে প্রমোদতরীটি বন্দরে অবতরণের অনুমতি দেওয়া হয়নি।

হংকংয়ে বন্দর কর্মকর্তা লেং ইয়ু-হং জানান, প্রায় ১৮০০ যাত্রীকে করোনা পরীক্ষা করা হয়েছে।

জাপানে অন্য একটি প্রমোদতরীতে অন্তত ডজন খানেক করোনায় আক্রান্ত হয়েছেন। জাহাজটিকে পৃথক রাখা হয়েছে।

করোনায় এ পর্যন্ত প্রায় ৮১৩ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া আক্রান্তের সংখ্যা প্রায় ৩৭ হাজার ছাড়িয়ে গেছে।